Published in 04-12-2023
জনতা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন’ কোর্সের প্রথম ব্যাচের কার্যক্রম সমাপ্ত হলো। এই প্রকল্পের আওতায় টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এম্ব্রয়ডারি ও ক্র্যাফটিং, ফ্যাশন ডিজাইন (বেসিক) এবং বিজনেস ডেভলপমেন্ট (বেসিক) প্রশিক্ষণ দেয়া হয়। তিন মাস ব্যাপী পরিচালিত এই আবাসিক কোর্স চলাকালে সার্বক্ষণিক একজন আলেমার তত্ত্বাবধানে দীনের মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেয়া হয়।....
Published in 04-12-2023
২০২৩ সালে জনতা ফাউন্ডেশন সারা দেশের স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের মাধ্যমে এক লক্ষ ফলদ গাছের চারা বিতরণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল। আলহামদুলিল্লাহ, জনতা ফাউন্ডেশন তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। এবারের বর্ষায় দেশের ৬৪ টি জেলায় শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করা হয়েছে ৪৩ হাজার ২৯৮টি আমগাছ, ২৮ হাজার ৯৫৫টি পেয়ারাগাছ ও ২৮ হাজার ৪৪৭টি লেবুগাছের চারা।....
Published in 04-12-2023
ঘরে আর কিছু থাক না থাক, দু মুঠো চাল থাকলে তা ফুটিয়ে একটা বেলা পার করে দেয়া যায়। এই দুর্মূল্যের বাজারে অনেক পরিবারের দিন এভাবেই কাটছে এখন। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে ১৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪২৫০ কেজি চাল বিতরণ করেছে জনতা ফাউন্ডেশন । প্রত্যেক পরিবার পেয়েছেন ২৫ কেজি ওজনের এক বস্তা চাল। গত ১১ নভেম্বর এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।....